মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
ক্রাইম সিন ডেক্সঃ
বরিশাল নগরে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।
হত্যার শিকার ইকবাল কবির (৫৫) বরিশাল নগরের পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর গুচ্ছগ্রাম রোডের দলিল উদ্দিন স্কুল সংলগ্ন মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
এঘটনায় পর পুলিশ স্ত্রী জাফরিন আরা পপিকে (৪০) গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বটি।
দেলোয়ার পূর্বে তিনি পেশায় লঞ্চের সুকানী ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা। অর্ধ পক্ষাঘাতগ্রস্থ হওয়ায় বৌ-বাজার এলাকার অটোরিকশা চার্জ ও ভাড়া দেয়ার ব্যবসা করতো। ইকবাল দুই কন্যা সন্তানের জনক।
সোমবার রাতে নগরের পলাশপুর এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
গুরুত্বর আহত অবস্থায় ইকবালকে প্রথমে বরিশাল শের ই বাংলা ও পরে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে মাদারীপুর এলাকায় পৌছলে মৃত্যু হয় তার।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, পারিবারিক বিষয় নিয়ে রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। রাত ১০ টার দিকে বাসার ছাদে বসা ছিলো স্বামী ইকবাল। এসময় পেছন থেকে ইকবালকে বটি দিয়ে এলোপাথারিভাবে কুপিয়েছে স্ত্রী পপি। তখন ইকবালের ডাকচিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে প্রথমে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসকরা তাকে ঢাকা পাঠিয়ে দেয়।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ বলেন, ঢাকা নেয়ার পথে মারা যায় ইকবাল।
পরে তার মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এনে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী পপি স্বীকার করেছে জমি ও ভবন তার নামে লিখে না দেয়া নিয়ে ঝগড়া হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে কুপিয়েছে। এ ঘটনায় নিহত ইকবালের ভাতিজা মো. সোহাগ বাদী হয়ে মামলা করবে বলে জানাগেছে।