মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া নিহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল নগরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, মহানগর মহিলা দলের সম্পাদিকা পাপিয়া পারভিন, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাউন কবির।

মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম শহিদুল্লাহ, সদস্য আ ন ম সাইফুল আহসান আজিমসহ প্রমুখ।

সমাবেশ শেষে নগরে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন,বরিশাল জেলা কৃষকদলের আহ্বায়ক এইচ এম মহসিন, জেলা স্বেচ্ছাসেবক
দলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন ও জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠু।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালিয়ে নয়নকে হত্যা করেছে। এর আগে আরও পাঁচ নেতাকে হত্যা করলেও বিচার করেনি সরকার। তাই অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের সব দাবি আদায় করা হবে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন,সদস্য মন্টু খান, জিয়াউল হাসান সাবু, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

সমাবেশ শেষে নগরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD