মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর স্টিলের পাইপ নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ ‘এম ভি ইয়ং শুন’।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বেলিজের পতাকাবাহী জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।
এতে তিন হাজার ৫০৩ দশমিক ৪৫৫ টন মেশিনারি পণ্য রয়েছে।
গত ৬ নভেম্বর ভিয়েতনামের ফুমে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। ২৪ ঘণ্টার মধ্যেই জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস করা হবে। এর আগে, ১১টি জাহাজে আসা বঙ্গবন্ধু রেল সেতুর ৪০ হাজার মেট্রিক টন মেশিনারি পণ্য মোংলা বন্দর থেকে খালাস হয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর স্টিল পাইপের ১২তম চালান নিয়ে বুধবার সন্ধ্যায় জাহাজটি ভিড়েছে। রাত থেকেই মেশিনারি পণ্য খালাস শুরু হবে। বৃহস্পতিবার সকালে পাইপগুলো নদীপথে সিরাজগঞ্জের যমুনা সেতুর উদ্দেশে যাবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর ওয়াদুদ তরফদার বলেন, ‘দেশের চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। এর বাস্তবায়ন এখন দৃশ্যমান। রেল সেতুর মেশিনারির চালান মোংলা বন্দর দিয়ে আমদানি এই বন্দরের ব্যাপক সক্ষমতার প্রমাণ দেয়। ’
সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। এটি দেশের সবচেয়ে বড় রেল সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে চার দশমিক আট কিলোমিটার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এ সেতু।