বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: পিরোজপুরের নাজিরপুরে নালা থেকে অরুনা হালদার (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের উত্তর ঘোষকাঠি গ্রামের ঘোষকাঠী খাল সংলগ্ন একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের মৃত প্রফুল্ল হালদারের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার সকালে তিনি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের জমিতে যান। দুপুরের দিকে স্থানীয়রা তাকে ওই খাল সংলগ্ন একটি নালায় নিথরাবস্থায় পড়ে থাকতে দেখে পরিবার ও থানায় জানায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।