বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রোজিনা নাসরিনের বাবা পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনয়িনের কলারদোয়ানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরউদ্দিনকে (৭৫) রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ প্রমুখ।
এর আগে তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ পিরোজপুর জেলা ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ।