মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
ক্রাইমসীন ডেস্ক:রোজ রবিবার বরিশালের স্বনামধন্য সাবটাউন রেস্টুরেন্টে বরিশাল জিলা স্কুল ২০০২ ব্যাচের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতারে বরিশাল জিলা স্কুল ২০০২ ব্যাচের বন্ধু রা উপস্থিত ছিল।পুরনো অতীত কে বাচিয়ে রাখার জন্য ইফতার ও পুনর্মিলন।
অতীতের সপ্নময় সময়গুলো সবাই স্মৃতিচারন করেন৷
বন্ধুরা সবাই ক্রাইমসীন প্রতিনিধিকে বলেন সামনে যত দিন বেচে থাকবো সবাই এভাবে যেন মিলিত হতে পারি আল্লাহর কাছে এই দোয়া রইল। তারা বলেন এ এক অন্যরকম অনুভূতি। কিছু সময়ের জন্য মনে হয়েছে আমরা সবাই সেই ২০০২ সালে জিলা স্কুলের সময়টায় চলে গিয়েছিলাম।
এখানে আরও উপস্থিত ছিল বরিশালের বিভিন্ন যায়গার বন্ধুমহল।