মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বরিশালের উজিরপুরের কৃতিসন্তান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মোঃ সাইফ মোহাম্মদ জুয়েল। জুয়েল উপজেলার শোলোক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের, মৃত্যু ডাক্তার মোঃ শাজাহানের ছেলে। চার ছেলের মধ্যে সে সবার ছোট।
ঐতিহ্যবাহী ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০২ সালে মাধ্যমিক পাশ করে। ধামুরা ডিগ্রী কলেজ থেকে২০০৪ সালে উচ্চমাধ্যমিক পাশ করে। শোলক ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সাইফ মাহমুদ জুয়েল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এর পারে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জাতীয়তাবাদী ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মিরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়। বরিশাল জেলা দক্ষিণের যুবদলের সহ-সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাশার জানান,সাইফ মোহাম্মদ জুয়েল একজ সৎ ও মেধাবী ছাত্র নেতা। তাকে ছাএদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত করায়,ছাত্রদল আরো গতিশীল ও শক্তিশালী হবে।
যার প্রমাণ তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দায়িত্ব থাকা অবস্থায় দিয়েছেন। তৃনমূল থেকে গড়ে ওঠা সেই ছেলেটি আজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক। মেধা ও সাংগঠনিক দক্ষতা থাকলে কাউকে দাবিয়ে রাখা যায় না সাইফ মাহামুদ জুয়েলই তার উজ্জ্বল দৃষ্টান্ত। শোলক ইউনিয়নের এই সূর্যসন্তানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে শোলক ইউনিয়ন বি,এন,পি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।