মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
এস এল টি তুহিন: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা ও মহানগর শাখার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ বুধবার সকাল ১১ টায় বরিশাল নগরীর সিস্টারস্টার-ডে স্কুলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সম্মেলনের সভাপতিত্ব করেন বরিশাল জেলার আহবায়ক মোস্তাফিজুর রহমান।
সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মোঃ আবুল কাসেম, মোয়াজ্জেম হোসেন, মানিক, আয়শা পারভীন, মাহফুজা খানম, মিন্টু কুমার কর ও জাহিদ হোসেন প্রমূখ।
পরে বরিশাল জেলার ১০টি উপজেলার ও মহানগরের কাউন্সিলরের মতামতের ভিত্তিতে আগামী ৪ বছরের জন্য মোস্তাফিজুর রহমান শাহীন সভাপতি এবং মোঃ জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষনা করা হয়।
বরিশাল মহানগরে মাহফুজা খানমকে সভাপতি ও মিন্টু কুমার করকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।