বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ কলাপাড়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ম/র/দে/হ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য সভাপতি মোহসীন, সম্পাদক বিপু।কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন অপারেশন ডেভিল হান্ট অভিযানে কলাপাড়ায় গ্রেফতার-৯ কলাপাড়ায় নৌকায় ইলিশের অস্তিত্ব সংকট বিষয়ক গন শুনানি বরিশাল-৫ আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হেলালের গণসংযোগ বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি কলাপাড়ায় প্রকল্প অবহিকরন সভা বরিশালে রিকশা শ্রমিকদের নিয়ে ধানের শীষের ব্যতিক্রমী প্রচারণা বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ বিপ্লব ও সংহতি দিবসে মহসিন সিকদারের নেতৃত্বে র‍্যালী সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ সাংবাদিক পেশার নাম ব্যবহার করে বরিশালে ভয়ংকর অপরাধ করে যাচ্ছে আরিফ
বরিশালেও তৈরী হচ্ছে কাচা মরিচের মিষ্টি

বরিশালেও তৈরী হচ্ছে কাচা মরিচের মিষ্টি

Sharing is caring!

এস এল টি তুহিন,: কাচা মরিচের ঝাল রসগোল্লা বরিশালের বাজারে প্রথমদিনেই মিস্টি ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। বাজারে নতুন এই মিস্টির আবির্ভাব সৃষ্টি কারী নগরীর সদররোডস্থ সকাল সন্ধা মিষ্টান্ন ভান্ডার। বাজারে সাধারনত ক্রেতারা কিনে থাকেন সরমালাই, ক্ষিরমালাই, রসমালাই, পেষ্টিমালাই, গাজরের হালুয়া, স্পেশাল চমচম, ক্ষির কালাজাম, ক্ষির চমচম, কমলাভোগ সহ বিভিন্ন নামের মিস্টি।

বৃহস্পতিবার  (২৪ই) জানুয়ারী সন্ধায় ক্রেতাদের মাঝে সকাল সন্ধা মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানের পরিচালক বিশ্বজিৎ ঘোষ বিশু এই কাচা ঝাল সংমিশ্রিত রসগোল্লা বরিশাল নগরীতে বাজার জাত করে একরকম আলোড়ন সৃষ্টি করে।

প্রথমদিনেই যারা এই রসগোল্লার স্বাদ গ্রহন করেছে তাদের মুখ থেকে সংবাদটি প্রচারিত হওয়ার পর থেকে নতুন এই এই কাচা ঝাল রসগোল্লার স্বাদ গ্রহন করার জন্য সকাল সন্ধায় মিষ্টির দোকানে বিভিন্নস্থান থেকে ক্রেতারা ভিড় জমাতে শুরু করে।

পিছনে এসময় রসগোল্লার তৈরীর প্রস্তুতি কাজ করছেন রসগোল্লার কারিগররা। অন্যদিকে ক্রেতারা নতুন এই রসগোল্লা ক্রয় করার জন্য কেউ কেউ সামনে ও দোকানে অর্ডার দিয়ে গরম গরম রসগোল্লা নিয়ে যাবার জন্য অপেক্ষা করতেও দেখা যায়। এসময় কয়েকজন ক্রেতার সাথেও আলাপকালে তারা বলেন বৃহস্পতিবার  পরিক্ষামূলক বন্ধু-বান্ধবদের নিয়ে এই রসগোল্লার স্বাদ গ্রহন করে বেশ ভালোই লেগেছে। তারা বলেন এমনিতেই আমরা সবসময় মিষ্টি খেয়ে থাকি তার মধ্যে ছানা দ্বারা তৈরী এই রসগোল্লাটি ছানার পাশাপাশি কাচা মরিচের ঝাল দিয়ে তৈরী করার কারনে নতুন একটি স্বাদ এনেছে।

এব্যাপারে সকাল সন্ধা মিষ্টান্ন ভান্ডারের পরিচালক বিশ্বজিৎ ঘোষ বিষু বলেন, কাচা ঝাল দ্বারা তৈরী রসগোল্লাটি দেশে একমাত্র কুমিল্লায় প্রথম তৈরী করে সেখান থেকে তথ্য সংগ্রহ করে আমিই প্রথম বরিশালে তৈরী করে বাজারে ছাড়ার পর নগরীতে বেশ সারা পড়ে গেছে।

তিনি বলেন প্রতিটি মানুষকে চিকিৎসকরা সবসময় প্রতিদিন ২ থেকে ৩টি কাচা মরিচ খাওয়ার জন্য হার্ডের রোগিদের পরামর্শ দিয়ে থাকেন। এখানে অনেকেই এভাবে কাচা মরিচ খাওয়ার অভস্থ অনেকেরই নাই। তাই এই রসগোল্লার মধ্যে কাচা মরিচের সেই স্বাদ আনার একটু চেষ্টা করছি ক্রেতাদের জন্য।

তিনি আরো বলেন, এই রসগোল্লা তৈরীতে খাটি ছানা ও সুগারের পাশাপাশি ভেলেন্ডার দ্বারা কাচা মরিচ মিশ্রিত করা হয় পরবর্তীতে ইলেকট্রিক্যাল মেশিনের মাধ্যমে পরিপূর্ণ রসগোল্লা তৈরী করা হয়। আলাপকালে বিশু আরো জানায় প্রথম দিনেই তার ত্রিশ কেজি মিষ্টি বিক্রি হয়েছে যা অন্য কোন নামি-দামী মিষ্টি থাকা সত্বেও তা বিক্রি হয়নি।

প্রসঙ্গত, কুমিল্লার রেলিশ বেকারিতে প্রথম দেশে ঝাল রসগোল্লা তৈরি করা হয়। ওই বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রচার হয়। এরপর নেত্রকোণায় বালিশ মিষ্টির পাশাপাশি ঝড় তোলে সবুজ রঙের টক ঝাল মিষ্টি রসগোল্লা। নেত্রকোণা পৌর শহরে আরামভাগ রোডে দুর্গা কেবিন নামের একটি প্রতিষ্ঠান এই কাচা মরিচের গোল্লা তৈরি করে মানুষের নজর কাড়ে। তাদের দেখা দেখি পটুয়াখালীর গলাচিপায় সবুজ রঙের ঝাল রসগোল্লা তৈরী করে নিপু মিস্টান্ন ভা-ার। তাও বেশ সাড়া ফেলে বরিশাল বিভাগের ছয় জেলায়। এদের দেখা দেখা এবার বরিশাল নগরীর বিষু ঘোষ তৈরী করলেন কাচা মরিচোর গোল্লা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD