বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ
দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি : শাহাব উদ্দিন

দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি : শাহাব উদ্দিন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সততার সাথে কাজ করার নির্দেশনা দিয়ে বলেছেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি।

মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। 

মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। সমৃদ্ধশালী ও উন্নত দেশ গড়ে তুলতে কাজ করছেন। সেই উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্য পুরণে আমাদের সকলকে কাজ করতে হবে। লক্ষ্য পুরণে সকলকে দুর্নীতি মুক্ত থাকতে হবে। দুর্নীতি ধারে কাছেও যাবেন না। প্রশ্রয় দেবেন না। আপনিও দুর্নীতি মুক্ত থাকবেন। আপনার অফিসকেও রাখবেন। যার উপর যে দায়িত্ব আছে তা সুষ্ঠুভাবে পালন করবেন। বড়লেখাকে আজ থেকে দুর্নীতি মুক্ত ঘোষণা করা হল। 

বন বিভাগের কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে প্রথমে দূর্নীতি মুক্ত হতে হবে। এই বিভাগের কর্মকর্তারা সবার আগে দৃষ্টান্ত স্থাপন করুণ যে, আমরা দুর্নীতি মুক্ত আছি।

মন্ত্রী আরো বলেন, এক বছরের মধ্যে দেশে একটি পরিবর্তন আসবে। এমন কিছু ব্যবস্থা নেয়া হবে। কেউ ইচ্ছা করে দূর্নীতি করতে পারবেন না। দূর্নীতি করলে নিজের জালে নিজেই ফেঁসে যাবে।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। উপজেলা  নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহমদ হোসেন,   উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, কৃষি কর্মকর্তা দেবল সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা, জুড়ী ও বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, পর্যটন পুলিশের পরিদর্শক আবু ফয়ছল মোহাম্মদ আতিক, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ^াস, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ময়নুল হক, বর্ণি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এনাম উদ্দিন, তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এনাম আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ। 
পরে অপর এক অনুষ্ঠানে  পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ৬০০জন শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত কম্বল বিতরণ করেন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD