বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বটাজোর এলাকায় আজ (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মাহেন্দ্র ও মটরসাহকেল সংঘর্ষ ।
সংঘর্ষে মটরসাইকেল চালক,কলেজ পড়ুয়া অনার্স প্রথম বর্ষের ছাত্র ফেরদৌস বেপারী নিহত হয়েছে ও মটরসাইকেল আরোহী দশম শ্রেণির ছাএ মো: নাহিয়ান সেপাই ও মাহেন্দ্র যাএী, গৌরনদী থানার পুলিশ কনেস্টবল গুরুতর আহত হয়েছে ।
ঘটনা স্থল থেকে এ স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসকে মৃত্যু বলে ঘোষনা করে।
ছাএ নাহিয়ান ও পুলিশ কনেস্টবলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করে। নিহত ও আহত ছাএের বাড়ি বাবুগঞ উপজেলার রাকুদিয়া গ্রামে। নিহতকে উজিরপুর থানা পুলিশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে । এরিপোট লেখা পর্যন্ত থানায় মামলা ও কেউ গ্রেপ্তার হয়নি।