বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: বরিশালে কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার বয়স আনুমানিক ২০ বছর।
আজ বুধবার (২৬ জানুয়ারী) বেলা সাড়ে ১০ টার সময় বরিশাল নৌ থানার ডিউটি অফিসার এস আই আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নগরীর কীর্তরখোলা নদীর তীরে অবস্থীত ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকার স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে আমরা মরদেহটি উদ্ধার করি।
এসময় ঘটনা স্থান পরিদর্শন করেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাতুজ্জামান ও কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, সি আই ডি।
নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাসনাতুজ্জামান বলেন,প্রাথমিক ভাবে কিছুই বলা যাচ্ছে না। মরদেহটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।যুবকের পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা দেয়া হয়েছে।