বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
গোপালগঞ্জের কাশিয়ানীতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের দরপত্র জমাদানকারী ঠিকাদারদের মধ্যে লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ প্রকল্পের দরপত্রের লটারি ড্র অনুষ্ঠিত হয়। এ আবাসন নির্মাণ প্রকল্পে ১০৭ টি ঠিকাদার প্রতিষ্ঠান দরপত্র জমা দেন, বাছাইকৃত ৯৩ টি ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে দরপত্রের লটারি ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে এ প্রকল্প কাজের দায়িত্ব পান তাশা কনেক্টাকশন ভাটিলক্ষ্মীপুর ফরিদপুর।
প্রকল্পের সভাপতি ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, এ আবাসন প্রকল্পের আওতায় উপজেলার ১২ টি ইউনিয়নে ১২ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়িতে ১ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে বারোটি একতলা ভবন নির্মাণ করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মুহাম্মদ মিরান হোসেন মিয়া, প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, সমাজ সেবা কর্মকর্তা এম এম ওয়াহেদুজ্জামান, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মুন্নাসহ ঠিকাদারবৃন্দ।