বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ নগরীর আমনতগঞ্জ পুলিশ ফাড়ির সামনে খান বাড়িতে ১০ থেকে ১২ জন অতর্কিত ভাবে দুর্বৃত্তরা হামলা চালায়। এলাকার সূত্রে যানায়ায় বুধবার রাত নয় টার সময় জাকির ,সুরাইয়ার ও তার মা ফাতেমার নেতৃত্বে দশ থেকে বার জন দুর্বৃত্ত আশিকুর রহমানের বাসায় আশিকসহ তার বৃদ্ধ মা ও স্ত্রী উপর এলোপাতালি হামলাচালায় ।
সূত্রে জানা যায় ৩ নং ওয়ার্ড গাউয়ারসর এলাকার মৃত আবদুল খালেক বিশ্বাসের মেয়ে সুরাইয় আক্তার (৩৫) বরিশাল সাবরেজিষ্টার অফিসে মোঃ আশিকুর রহমানের সাথে চাকরীর সুবাদে পরিচিত হয় । এক পর্যায় তাকে পরোকিয়ার প্রেমের প্রাস্তাব দেয় ।
মোঃ আশিকুর রহমান বলেন আমার স্ত্রী সন্তান আছে। সুরাইয়ার পরোকিয় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঝামেলা করে সুরাইয়া । এই ঘটনার জের ধরে আজ সন্ধায় সুরাইয়া ও জাকির দলবল নিয়ে আশিকের বাসায় হামলা চালায় । একপর্যা ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্ত পালিয়ে যায় ।
এদের মধ্য থেকে এলাকার লোকজন সুরাইয় সহ তিন জন নারী কে ঘরে অবরোদ্ধ করে রাখে। পরে থানা পুলিশ ও ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরাদের সামনে ক্ষমা ও মুসলেখা রেখে সুরাইয় , ফাতেমা ও রজিকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করার কথা জানিয়েছে আশিক।