বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বড় কবসা এলাকায় ট্রাক চাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যাক্তির নাম সাইয়েদ হাওলাদার (৩৮)। সে পাশ্ববর্তী উজিরপুর উপজেলার হস্তিসুন্ড এলাকার আবু বকর হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার রাতের যে কোন সময় এই দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানান, ভ্যানচালক সাইয়েদ তার ভ্যানে পাটকাঠী (খড়ি) নিয়ে গৌরনদীর টরকী থেকে উজিরপুরের দিকে যাচ্ছিলো।
পথিমধ্যে মহাসড়কের বড় কসবা এলাকা অতিক্রমকালে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের সহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।