বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে রক্তদাতা এবং এর সাথে সম্পৃক্ত সদস্যদের মাঝে বৃক্ষ বিতরন করেছে বিবিডিসি। ৩০ আগষ্ট সোমবার সকাল ১১ ঘটিকায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবকদের অর্থায়নে রক্তদাতাদের প্রতি অল্প একটু ভালবাসা জানাতে এমন আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজন সম্পর্কে বিবিডিসির সভাপতি নিহাব রহমান জানান, রক্তদাতারা একজন যোদ্ধা যারা মানুষের জীবন বাঁচাতে কৃতজ্ঞতা জানাবার ভাষা তো আমাদের নেই, তবে ভালবাসা তো তাদের জানাতেই পারি বৃক্ষ উপহারের মাধ্যমে। তাই বরিশালের সকল রক্তদাতাদের ভালবাসা জানাতে আর একইসাথে বরিশাল নগরীকে সবুজে ভরিয়ে তুলতে শুরু করেছি “সবুজ আন্দোলন” নামে বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচির প্রধান লক্ষ্য হচ্ছে স্বেচ্ছাসেবক এবং বরিশালের রক্তদাতাদের নিয়ে সবুজে ভরিয়ে তুলবো আমাদের নগরী।
একটি সুন্দর পৃথিবীর জন্য সবুজ আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।উক্ত আয়োজনে নগরীর তিন শতাধিক রক্তদাতাদের মাঝে ফলজ,বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।