শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসজনিত রোগ (কোভিট-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা বাস্তবায়ন এবং বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দার স্যার এর নির্দেশনায় ২৫ জুলাই ২০২১ বেলা ১:৩০ টা থেকে দুপুর ৩:০০ টা পর্যন্ত বানারীপাড়া উপজেলার ফেরীঘাট, বানারীপাড়া বাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও যন্ত্রচালিত যানবাহন চালানোর অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিপন কুমার সাহা। অভিযানে বানারীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা প্রদান করে। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা অমান্যের দায়ে ৪ টি মামলায় মোট ৩০০০ টাকা জরিমানা আদায় করা হয়।