বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬ কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত
বরিশালে করোনায় আক্রান্ত-উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু

বরিশালে করোনায় আক্রান্ত-উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু

Sharing is caring!

বরিশাল: বরিশালঃ গোটা দক্ষিণাঞ্চলে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর রেকর্ডও। প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৮৪ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন বরিশাল জেলার বাসিন্দারা।

যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৯৯ জন। একই সময়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে আরও চারজন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে পিরোজপুর জেলায় পাঁচজন মারা গেছেন। যা নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৩৪৪ জনে দাঁড়িয়েছে। এসব তথ্য নিশ্চিত করে শনিবার (১০ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে আরও ২৮৪ জন মরণঘাতি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮৪ জনের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ১৭৬ জন।

এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৮৫ জনে। এরপর পিরোজপুরে নতুন ৪০ জন সহ মোট ২ হাজার ৯৪৩ জন, ঝালকাঠিতে নতুন ১৯ জন সহ মোট ২ হাজার ৪৮৪ জন, বরগুনায় নতুন ১৮ জন সহ মোট ১ হাজার ৭৮০ জন, ভোলায় নতুন ১৭ জন সহ মোট ২ হাজার ২২১ জন এবং পটুয়াখালীতে নতুন ১৪ জন সহ ২ হাজার ৭৮৬ জন।

এর মধ্যে বিভাগে এ পর্যন্ত মোট ১৫ হাজার ৫৯৪ জন রোগী সুস্থ হয়েছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুর হার বেড়েছে জানিয়ে হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আর টি পিসি আর ল্যাবে পাঠোনো হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও ৪ জন রোগী মারা গেছেন। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২২৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৮৮ জনের মৃত্যুবরণ করেছেন।

\তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩৯ জন ও করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৩ জনসহ মোট ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৩ জন ও আইসোলেশন ওয়ার্ডে ২১১ জন সহ মোট ২৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, দেশে করোনা মহামারির শুরুতে ২০২০ সালের ৯ মার্চ নারায়ণগঞ্জ ফেরত পটুয়াখালীর দশমিনা উপজেলার এক শ্রমিক বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD