শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
বরগুনা : বরগুনার ৫টি উপজেলার ২৯টি ইউনিয়নে ২৬১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। চলবে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্র্বাচন অনুষ্ঠানে সবধরণের তাদের পক্ষ থেকে সবধরণের প্রস্ততি নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশের একজন এসআইসহ ছয়জন পুলিশ সদস্য, পাঁচজন অস্ত্রধারী আনসার সদস্য ও ১৫ জন নিরস্ত্র নারী ও পুরুষ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যজিষ্ট্রেট এবং প্রতি তিন ইউনিয়নে একজন করে জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, বরগুনা জেলার ৫উপজেলায় ২৯টি ইউনিয়নের ২৬১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। মোট চার লাখ ৯৬ হাজার ১২৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা দুই লাখ ৪৮ হাজার ৯৭১জন ও পুরুষ ভোটার ২লাখ ৪৭হাজার ১৫৫জন। জেলা পুলিশের তথ্যে ২৯টি ইউনিয়নের ২৬১ কেন্দ্রের ৮১টি ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে।
সকাল থেকে বরগুনার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসাহ-উদ্দীপনায় ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি রয়েছে। তবে বেলা বাড়লে ভোট কেন্দ্রেগুলোতে নারী ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আংগার পাড়া ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
নারী-পুরুষ মিলে ভোটার সংখ্যা প্রায় দুই হাজার। পরিবারের অন্যান্য নারী ভোটারদের নিয়ে এ কেন্দ্রে ভোট দিতে এসেছেন পারু বেগম। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। সকাল সকাল ভোট দিতে এসেছি, ভোটারদের ভীড় থাকায় এখনো ভোট দিতে পারিনি।
একই ইউনিয়নের পূর্ব ঘরবাড়িয়া কেন্দ্রে ভোট দিতে এসেছেন মোসা. নাজমিন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন চাই আমরা। যে যারে ভোট দেবে, গুলি দিলেও দেবে। সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন আফরোজা পারভীন। তিনি বলেন, নির্বাচন নিয়ে শঙ্কায় ছিলাম। তবে এখন দেখছি সুষ্ঠু ভাবেই ভোট গ্রহণ চলছে।
প্রথম পর্যায়ের ইউপি নির্বাচনে বরগুনা জেলার জেলার অনুষ্ঠিত ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,৬১২ জন প্রার্থী হন। এদের মধ্য বরগুনা সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন, আমতলির ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, বেতাগী ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, পাথরঘাটার ৩টি ইউনিয়নে ২৭ জন, বামনার ৪টি ইউনিয়নে ২১ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়াও সংরক্ষিত পদে ৩৪৬ এবং সাধারণ সদস্য পদে ১০৭৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।