বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে আদর্শ ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। ১১ ই জুন রোজ শুক্র বার বরিশাল নগরীর বেলস পার্ক প্রাঙ্গণে রক্তদাতা সংগঠন আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব (ABDC) এর সৌজন্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়।
“রক্তের অভাবে হারাবেনা প্রান স্বেচ্ছায় করবো রক্তদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম দুপুর ৩ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত পরিচালিত হয়। উক্ত সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক, মো:হোজায়ফা সাংগঠনিক সম্পাদক, মো:রহমাতুল্লাহ সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম খান, যুম্ম আহ্বায়ক মোঃ ফুয়াদ, সদস্য ,মোসা: তানবিন তুলি, প্রচার সম্পাদিকা, মাহি,সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ। এ সময়ে প্রায় এক শতাধিক মানুষের সম্পূর্ন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে আদর্শ ব্লাড ডোনার্স ক্লাবের (ABDC) সদস্যরা ।
উক্ত কার্যক্রমের সময়ে সকলকে রক্তের ব্যাপারে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার পরামর্শ প্রদান করা হয়। একঝাঁক তরুন ও মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত আদার্শ ব্লাড ডোনার্স ক্লাব। উল্লেখ্য ১লা ফেব্রুয়ারি ২০২১ প্রতিষ্ঠা করা হয় উক্ত সংগঠনটি। (ABDC) সম্পূর্নই অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী মূলক সংগঠন।