বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপির সহধর্মীণি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে।
আজ (৭ই) জুন,সোমবার থেকে তিন দিনের শোক কর্মসূচির দিনের শুরুতে আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় এবং কালো পতাকা উত্তেলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টায় নগরীর মুসলিম গোরস্থানে সাহান আরা বেগমের কবর স্থানে দোয়া মোনাজাত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়াও তার কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নগরীর বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অপরদিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ উপলক্ষে নগরীর কালিবাড়ি রোড়ের সেরনিয়াবাত ভনে প্রাঙ্গনে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।