বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
নিজেস্ব পতিবেদক : বরিশাল জেলা মা ও শিশু কল্যান কেন্দ্রের এক চিকিৎসক কতৃক প্রসূতি রোগীর সাথে অসদ আচরন করা ও তার পছন্দের ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করার নির্দেশ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগী প্রসূতি ইসরাত জাহানের স্বামী আ: রহমান সাংবাদিকদের জানান গত ২৫ মে (মঙ্গলবার) আমার স্ত্রী বরিশাল জেলা মা ও শিশু কল্যান কেন্দ্রে তার কিছু সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসলে।
কতব্যরত চিকিৎসক ডা: রাজিয়া বেগম (স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ) তাকে প্রথমেই জানতে চায় তিনি এর আগে কোথা থেকে চিকিৎসা নিয়েছে। তখন আমার স্ত্রী অন্য একটি চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা নেওয়া হয়েছে বলার সাথে সাথে ডা: রাজিয়া বেগম তেলে বেগুনে ঝলে উঠেন। এবং রোগীর পূর্বের প্রিসকিপশন (নিয়মাবলী) দেখেই রোগীকে ধমক দিয়ে বলেন আপনারা সব সময় ফাও খাইতে আসতে পারেন। সব যায়গা ঘুইরা শেষে এইখানে আসছেন কেন ? যান যান, এখন যে টেশ দিতেছি তা “সাউথ এ্যাপোলো ডায়াগনস্টিক” থেকে করে আনবেন। অন্য কোথাও থেকে যেন না হয় খবরদার। ভুক্তিভুগী রোগীর স্বামী আ: রহমান বলেন, ডা: রাজিয়া বেগমের বিরুদ্বে রোগীর সাথে অসদাচারন ও দূর্নীতি-অনিয়মের ঘটনা এই প্রথম না। এর আগেও তিনি অনেক রোগী ও রোগীর স্বজনদের সাথে অস্বোভনীয় আচরন করেছেন। অভিয়োগের বিষয়টি নিয়ে ডা: রাজিয়া বেগমের সাথে কথা হলে তিনি বলেন, আমি কোন রোগীর সাথে খারাপ ব্যাবহার করিনি। তাকে (রোগীকে) আপনারা সামনে আনেন জিজ্ঞাস করেন সে মিথ্যা কথা বলতেছে। ভুক্তভুগী পরিবার ও সচেতন মহলের দাবী সংশ্লিষ্ট কতৃপক্ষ যেন বিষয়টি খতিয়ে দেখে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করেন।