মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ বরিশাল মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি জসিম উদ্দিনের শেষ রক্ষা হলনা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে জানা গেছে ‘ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে জসিম উদ্দিনকে অব্যাহতি ও বরিশাল মহানগর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে সাবেক সভাপতি জসিম উদ্দিনের অব্যাহতিকে ঘিরে বিচার প্রার্থী তরুণীর মনে সৃষ্টি হয়েছে নতুন আশার আলো এমনটাই জানিয়েছেন তিনি। ধর্ষণের অপরাধের অভিযোগ করে দায়ের করা মামলার বাদি ওই তরুণী জানান তিনি বিচার পাওয়ার ক্ষেত্রে হতাশার এক পর্যায়ে আজ এ বিবৃতি দেশে নতুন উদ্যম পেয়েছেন। কারন, মামলার একমাসের বেশি সময়েও জসিমের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপর ক্ষুব্ধ ছিলেন তিনি। আজ তিনি আবার আশার আলো দেখছেন