শনিবার, ১০ মে ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধি :বরিশালে এ বছর ও করোনার কারণে বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের জামাত হচ্ছে অনুষ্ঠিত হবে।
নগরীর কালক্টরের জামে মসজিদে সকাল ৮টা প্রধান জামাত অনুষ্ঠিত হবে, কালক্টরেট মসজিদে সকাল ৮ টার জামাতে বরিশাল বিভাগীয় কমিশনার ও বরিশাল জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও বিভিন্ন জনপ্রতিনিধিরা ঈদ জামাত আদায় করবেন।
এছাড়া বরিশাল চকবাজার জামে এবাদুল্লাহ মসজি, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদ, সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, ল’ কলেজ জামে মসজিদ, পুলিশ লাইনস জামে মসজিদ,সহ মহানগরীতে সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।