বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সময় টা ২০২০ সালের মার্চ মাস। করোনা আতংকে গোটা দেশ দিশেহারা যার ঢেউ বরিশাল কেও স্পর্শ করেছিলো । এই সঙ্কটে সরকারী এবং বেসরকারী পর্যায়ের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মী দের অনেকেই সাহস নিয়ে নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও করোনা মোকাবিলায় অসামান্য অবদান রেখেছিলেন । করোনা রোগীদের পাশে সাহায্যের হাত বাড়ানোর পাশাপাশি ত্রাণ কার্যক্রম কে অসহায়দের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য সম্মুখ যোদ্ধা হিসেবে যাদের কথা বরিশালবাসী বিভিন্ন সংবাদমাধ্যম মারফৎ জানতে পেরেছিলো বরিশাল মহানগর শ্রমিকদলের সংগ্রামী সেক্রেটারী কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রমিকবান্ধব সৎ এবং ত্যাগী শ্রমিক নেতা মো. ফয়েজ আহমেদ তাদের অন্যতম ।
২০২০ সালের লকডাউনের পুরো সময় শ্রমিক সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য শ্রমিক সংগঠনের নিরুপায় কর্মহীন দরিদ্র শ্রমিকদের খুঁজে খুঁজে তাদের মাঝে ত্রাণ সামগ্রী সহ নগদ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আর্থ সামাজিক স্থবিরতা দূরীকরণে দল মত নির্বিশেষে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন এই করোনা যোদ্ধা যাদের মধ্যে ঊল্লেখযোগ্য ছিলো রিকশা শ্রমিক ইউনিয়ন , দর্জি শ্রমিক ইউনিয়ন , নির্মাণ শ্রমিক ইউনিয়ন , বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠন ।
এদিকে শ্রমিকবান্ধব এই নেতার আশু রোগমুক্তি কামনায় সার্বিক বিষয়ের খোঁজখবর জানতে নিজ দলের চাইতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষীরা অগ্রগামী বলে দুঃখ ভারাক্রান্ত মনে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল থেকে উঠে আসা এই প্রচারবিমুখ শ্রমিক নেতা। মহানগর শ্রমিকদলের সাবেক সভাপতি মো. মানিক এবং জেলার মো. বশির আহমেদের মৃত্যুর পর গোটা বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক রাজনীতি কে বিভক্তি থেকে সম্পূর্ণ মুক্ত রাখার জন্য চেষ্টার কোন ত্রুটি ছিল না মহানগরের এই কান্ডারীর । বি এন পি চেয়ারপার্সন বেগম জিয়ার জেল থেকে মুক্তির আন্দোলন সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংগঠিত প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে যারা নেতৃত্বে ছিলেন তাদের মাঝে ব্যক্তিগত স্বার্থ কে তুচ্ছ করে দলীয় স্বার্থ কে সর্বদা প্রাধান্য দেয়া ফয়েজ আহমেদ ওয়ার্ড পর্যায়ের কর্মী থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের কাছে একটি আন্দোলনের বাতিঘর হিসেবে পরিচিতি লাভ করেছেন ।
জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাহক হিসেবে সর্বমহলে সুনাম অর্জনের মাধ্যমে সুদীর্ঘ এক যুগের ও বেশী সময় ধরে বরিশালের আপামর জনসাধারণের মন জয় করে বর্তমানে তিনি হাসপাতালের বেডে শয্যাশায়ী হয়ে সকলের নিকট কায়মনোবাক্যে দোয়ার দরখাস্ত রেখেছেন ।