রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিনিয়র সিটিজেন ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বরিশাল নাগরিক সংসদ। শুক্রবার বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখা এই কর্কমসূচি পালন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরিশাল নাগরিক সংসদ’র কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদ’র সাধারণ সম্পাদক এস এম আলী আজম, সভাপতির সমাজকল্যাণ উপদেষ্টা মুহা: জামাল উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, শিশু কল্যাণ সম্পাদক- বাহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ- ইত্তেহাদ জুুুুমার, ছাত্র কল্যাণ সম্পাদক- ইমরান জামিল এবং মিরপুর প্রজন্ম ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদিজ্জামান আব্দুল্লাহ প্রমুখ।
কর্মসূচি শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সমাজকল্যাণ সুমন হোসেনের পিতার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখা।