বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা ও মহানগর ব্যাটারী চালিত হলুদ অটো শ্রমিক সংগঠন রেজি: নং ১৬৭৩ এর সহ-সভাপতি মোঃ আফজাল জুমদারকে অটো শ্রমিক সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
কারন তিনি সংগঠন বিরোধী কাজ করেছেন। নেতা হয়ে সংগঠনের বীরোধীতা করেন তিনি। এবং তিনি সংগঠনের আলাপ-আলোচনা নাকরে বিভিন্য মহলে গিয়ে সংগঠনের বিরোধীতা ও অপপ্রচার করে। যার ফলে সংগঠনের নেতা কর্মীদের মধ্যে অনেক বাক বিতাণ্ডা হয়। এবং পুলিশ সংবাদিক জরিয়ে বিভিণ্ণ মহলে উস্কানী মূলক কথা বলে। যার কারনে অনেক অটো মালিক ও অটো শ্রমিকদের অনেক ঝামেলা ও হয়রানীতে পড়তে হয়। এবং বিগত ২৭/০১/ ২০২১ ও ২৮ তারিখ এই লোকের নামে অনেক পত্র-পত্রিকায় ও অনলাইন পোটালে নিউজ হয়।
যার কারনে গত ৩০,০১,২০২১ তারিখ অটো অফিস প্রধান কায্যালয় জরুরী মিটিংয়ের মাধ্যমে সংগঠনের (১৬৭৩) সহ-সভাপতি এবং সদস্য পথ হইতে মোঃ আফজাল মজুমদারকে বহিস্কার করা হয়েছে। তাই আপনারা কোন অটো মালিক ও অটোশ্রমিক এই লোকের সাথেহলুদ অটোগাড়ীর ব্যাপারে কোন কাজে ও আর্থিক লেনদেন করীবেননা। এই লোকের সাথে কেউ কোন কাজে লিপ্ত হয় তাহার জন্য অটো সংগঠন দায়ী থাকীবেনা। (প্রেস বিজ্ঞপ্তি- মো: জামাল গাজী, কোষাধ্যক্ষ, অত্র সংগঠন)