বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ ১৪ ই জানুয়ারী সকাল ১১ ঘটিকার সময় বরিশালের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে সৌজন্য সাক্ষাত করেছে বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।
এ সময়ে নবাগত জেলা প্রশাসক মহোদয়কে সংগঠনের পক্ষ থেকে গোলাপ গাছ উপহার ও শুভেচ্ছা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।সৌজন্যে সাক্ষাতে প্রতিনিধিত্ব করেন লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার । উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য ইন্জিনিয়ার শাহীদ বিল্লাহ, নুসরাত জাহান,ফারজানা আকতার খাদিজা,আব্দুর রহীমসহ অন্যান্য সদস্যবৃন্দ। নবাগত জেলা প্রশাসক মহোদয়কে এসময়ে সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। জেলা প্রশাসক বলেন,স্বেচ্ছাসেবকদের সকল কার্যক্রমে সহযোগীতা প্রদান করার আশ্বাস দেন ও সর্বাত্বক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।