মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ এর মাতা নূর জাহান বেগমের রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ ডিসেম্বর) বাদ আসর মরহুমের নিজ বাস ভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বটতলা জামে মসজিদের প্রেস ইমাম। দোয়া মোনাজাতে অংশ নেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ মনির, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ, বিসিসি’র বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা ও দশ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, যুবলীগ সহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।