মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
বরিশালের নিসর্গ পার্কে অনুষ্ঠিত হলো এস,এস,সি ২০০৪ শিক্ষা ব্যাচের লোগো উন্মোচন ও পুনর্মিলনী। শুক্রবার ৪ ডিসেম্বর সকালে কেক কেটে ও লোগো উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। পরে দিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে সময় পার করে ২০০৪ ব্যাচের সাড়া দেশ থেকে আসা অংশ কারিরা। এছাড়া আরো অংশ গ্রহন করে জনপ্রিয় নাট্যশিল্পী রাসেদ সিমান্ত, দীপ্তটিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি খালিদ হাসান তালুকদার সহ হাসান মাহামুদ, রাকেশ,শাওয়ন, মাহাবুব, রনি,সাইফুল,রেজা।