সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক বরিশাল জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ইউনুস খানের ২৬ তম মৃত্যু বার্ষিকী পালিত।
দোয়া মোনাজাত শেষে আজ রবিবার সকালে বরিশাল ইসলামিয়া কলেজে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, ইসলামিয়া কলেজ অধ্যক্ষ মহসিনুল ইসলাম হাবুলসহ কলেজ কর্তৃপক্ষ ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সভাপতি সরদার রফিকুল রুনু, মহানগর যুবদলের সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, সাজ্জাদ হোসেনসহ নেতৃবৃন্দ। এরপরে বেলা ১১ টায় ইউনুস খানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানসহ বরিশাল জেলা মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।