রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধভাবে পৌর টোল উত্তোলনের প্রতিবাদ করায় বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির নেতারা লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় জেলা মালিক সমিতির নেতৃবৃন্দ মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাথে মোবাইলে ফোন দিয়ে ধরিয়ে দিলেও তার সাথে কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
এ ঘটনায় বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ অবৈধ পৌরটোল আদায় বন্ধসহ নেতৃবৃন্দের উপর হামলা ও মারধরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বরাস্ট্র মন্ত্রী, মহাপুলিশ পরিদর্শক, বাংলাদেশ সড়ক-পরিবহন কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির ৫টি জেলা এবং বৃহত্তর ফরিদপুর জেলার ৬টিসহ মোট ১১টি জেলার নেতৃবৃন্দ বাকেরগঞ্জ উপজেলার কালিগঞ্জে ট্রাক মালিক শহিদের মেয়ের বিয়ের দাওয়াতে যায়। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শ্বশুর বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস ব্যাপারী, বৃহত্তর ফরিদপুরসহ ৫ জেলার জেলা সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন প্রমূখ।
কালীগঞ্জে বিয়ের দাওয়াত শেষে জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ মোটর সাইকেলযোগে বরিশাল যাবার পথে দেখেন বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে একজন যুবক ট্রাক থেকে অবৈধভাবে পৌরটোল আদায় করছে। এসময় তারা ওই যুবকের নিকট টোল আদায়ের বৈধতা জানতে চাইলে এনিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই যুবক মেয়রের লোকজনকে খবর দিলে তারা লাঠিসোঠা নিয়ে নেতৃবৃন্দের উপর হামলা চালিয়ে তাদেরকে মারধর করে, নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
বৃহত্তর ফরিদপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেন জানান, নেতৃবৃন্দ ওই সময় বিষয়টি বাকেরগঞ্জ থানার ওসিকে জানালে তিনি পুলিশ নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন। একপর্যায়ে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ এসময় মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাথে মোবাইলে ফোন দিয়ে মেয়র লোকমানকে কথা বলার জন্য অনুরোধ করলেও তিনি তাদের সাথে কি কথা বলবেন বলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এমনকি প্রয়োজন হলে স্বরাস্ট্র মন্ত্রী তাকে ফোন দিবেন বলেও দাম্বিকতা প্রকাশ করেন। পরিস্থিতি অবনতির আশংকায় বরিশাল থেকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদীপ্ত সরকার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে অবৈধ পৌরটোল আদায় বন্ধ রাখতে পৌর কতৃপক্ষকে নির্দেশ দেয়। থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পৌর টোল আদায় নিয়ে মারামারির সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, শবিবার সকাল থেকে অবৈধ পৌরটোল আদায় বন্ধ রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে জানতে মেয়র লোকমান হোসেন ডাকুয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। অবৈধ পৌর টোল আদায় নিয়ে জেলা ট্রাক মালিক নেতৃবৃন্দকে মারধর ও লাঞ্চিতের ঘটনা নিয়ে বাকেরগঞ্জে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এ ক্ষোভ যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতে পারে।