সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
রাজনৈতিক প্রতিহিংসার শিকার সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক এবং কোতয়ালী বি এন পির প্রচার সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম সবুজ আদালত থেকে জামিন লাভ করেছেন ।
শুক্রবার সকালে জেইল গেইটে বি এন পি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সদ্য কারামুক্ত নেতা কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং মিথ্যা হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বি এ পির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন লাবু ।
সদর উপজেলা বি এন পি নেতা ইঞ্জিনিয়ার মোঃ হাফীজ । যুবদল নেতা আল আমিন সিকদার ,সোহাগ সিকদার । স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব হাওলাদার ,সাঈদুল হাওলাদার । জেলা ছাত্রদল নেতা আব্দুল ক্বাদির ,শামীম ,নাদিম ,রফিক ,আশিষ কুমার হালদার ,ফাহিম ,শিপন ,আরিফ । সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার ,সিজান মাহমুদ ,শাহরিয়ার জামান মিঠুন ,রায়হান সিকদার ,রাকিব ,লিমন মোল্লা ,ওয়ালিউল্লাহ শুভ , রায়হান আসাদ ,রাশেদুল ইসলাম দোলন তালুকদার।