রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
সোমবার বেলা ১২টায় নগরের আগরপুর রোডস্থ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বরিশাল জেলার সর্বস্তরের সকল ক্রিকেটাররা। ‘মাঠে ক্রিকেট ফিরান, ক্রিকেটারদের বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে ১২ দফা দাবি তুলে ধরেন ক্রিকেটাররা।
মানববন্ধনে তারা বলেণ, গত আট বছর ধরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামে কোন প্রকার লীগ অনুষ্ঠিত হচ্ছেনা। ২য় বিভাগের ক্রিকেট টুনামেন্ট বন্ধ দির্ঘ দুই বছর যাবত। এই বিভাগে প্রায় সাড়ে ৬শ ক্রিকেটার রয়েছে। প্রথম বিভাগ ক্রিকেট টুনামেন্ট বন্ধ প্রায় তিন বছর ধরে। বরিশাল স্টেডিয়ামে এক হাজার পাঁচশ’র বেশি ক্রিকেটার রয়েছে। এরা সকলেই খেলা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কৃতৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছেনা।