বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর আমতলার মোড় বিএমপি সদর দপ্তরে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)। সহকারী পুলিশ কমিশনার (ফোর্স এন্ড কাউনিয়া থানা) মো. মাসুদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান প্রমুখ।