বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড বিধান রেখে আইন প্রণয়নের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছেl শনিবার সকাল সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করে জাতীয় যুব সংহতি বরিশাল জেলা ও মহানগর কমিটি। যুবসংহতি বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনায়েত সরদার মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক একেএম মোস্তফা, যুবসংহতি বরিশাল মহানগরের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব মোঃ মনির মিরা, মহানগর শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, মহানগর জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক কাজল সিকদার, ছাত্রসমাজ মহানগরের সভাপতি আশিকুর রহমান, ছাত্রসমাজ মহানগরের সাধারণ সম্পাদক হাওলাদার মোহাম্মদ জাহিদ। এসময় বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড আইন কার্যকরের দাবি জানান।