বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
এবছর বরিশাল মহানগরসহ জেলার ১০ উপজেলার ৬১৭ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গোৎসব।
দূর্গাপূজা কে ঘিড়ে মন্ডপগুলোতে চলছে শেষ প্রস্তুতির কাজ। সাজানো হচ্ছে নানান সাজে। কোথাও চলছে প্রতিমা তৈরির মাটির কাজ আবার কোথাও রংয়ের কাজ। সব কিছু মিলে সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিরাজ করেছে উৎসবের আমেজ।
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২২ অক্টোবর বোধন পূজার মাধ্যমে এবছর শুরু হতে যাচ্ছে দুর্গা পূজা।
এর ধারাবাহিকতায় বরিশাল মহানগরে একটি বেড়ে ৪২ টি, সদর উপজেলায় ২২ টি, আগৈলঝাড়ায় দুইটি বেড়ে ১৫৭ টি, উজিরপুরে ১১০ টি, গৌরনদীতে একটি কমে ৮০ টি, বাকেরগঞ্জে তিনটি কমে ৭২ টি, বানারীপাড়ায় একটি কমে ৫৯ টি, মেহেন্দীগঞ্জে ২৪ টি, বাবুগঞ্জে একটি বেড়ে ২৪ টি, মুলাদীতে একটি কমে ১২ টি, হিজলায় একটি বেড়ে ১৫ টি সহ মোট ৬১৭ টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে মহানগরের ৪২ টি পূজামণ্ডপ বাদে জেলার ১০ উপজেলায় ৫৭৫ টি পূজামণ্ডপে এ দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বছর মহানগরীসহ এই জেলায় ৬১৬ টি পূজামণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবছর কম ও বাড়তি মিলিয়ে গত বছরের তুলনায় একটি পূজা মন্ডপ বাড়ছে।
বরিশাল নগরীর শ্রী শ্রী জগ্ননাথ মন্দিরে দেখা গেছে, মাটির তৈরি প্রতিমার কাজ শেষ হয়েছে৷ এখন চলছে রংতুলির কাজ। আগামী ৪/ ৫ দিনের মধ্যে মন্ডপে প্রতিমার যাবতীয় কাজ শেষ হবে বলে জানান এই মন্ডপের কারিগর অসীম পাল।
উজিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদার বলেন, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপগুলোতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ধর্মীয় শিষ্টাচার, আইনশৃঙ্খলা, এবং স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে দর্শণার্থীদের দূর্গোৎসব উপভোগ করা জন্য আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মূখার্জী। এসময় তিনি বলেন, বরিশালে আসন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্ব প্রায় শেষ। ভক্তরা অপেক্ষায় কাঙ্খিত দিনের। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে দূর্গোৎসব করার জন্য সকল কে অনুরোধ জানিয়েছেন এই সাধারণ সম্পাদক।