মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শ্রমিকদের রিক্সা মহাজনি লাইসেন্স প্রদান,কল্যাণ তহবিল চালু, লেবার হাসপাতালের কার্যক্রম চালুনিয়ে ৫ দফা দাবীতে বরিশালে সমাবেশ করেছে রিক্স-ভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ বেলা ১১ টায় অশি^নী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, প্রকৃত রিক্সা চালকদের রিক্সার লাইসেন্স প্রদান করতে হবে। শ্রমিকদের বন্ধ থাকা কল্যাণ তহবিল পুনরায় চালুর জন্য সিটি মেয়রের প্রতি দাবী জানান, যে লেবার হাসপাতালটি রয়েছে তাতে তারা যেন চিকিৎসক সেবা পান তার ব্যবস্থা করা, যেসব রিক্সা চালকের বয়স হয়েছে তাদের পায়ে চালানো রিক্সার পরিবর্তে ব্যাটারী চালিত রিক্সা চালানোর অনুমতি দিতে হবে।