মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
আইনি সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দেয়ার লক্ষে বরিশাল মেট্টোপলিটন এলাকাগুলোতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়। এরই ধারাবাহিকতায় নগরীর ১০নং ওয়ার্ডের ভাটারখালে ৯নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়।
আজ সন্ধ্যা ৭টায় নগরীর ১০ নং ওয়ার্ড আ’লীগ অফিসে ভাটারখাল ৯নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন (পিপিএম বার) সেবা। এ সময় প্রধান অতিথি উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন (পিপিএম বার) সেবা- কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ১০নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিঃ উপ পুলিশ কমিশনার মোঃ জাকারিয়া রহমান, কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মোঃ রাসেল, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, ওয়ার্ড আ’লীগ সভাপতি সাইফুল ইসলাম, ওয়ার্ড আ’লীগ এর সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাস। এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু।
জনগনের টাকায় পুলিশের বেতন হয়। তাই পুলিশ সদস্যরা তাদেরকে আইনি সেবা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। পুলিশ এখন জনগণের কাধে কাধ মিলিয়ে কাজ করতে চায়। জনগণের দোড়গোড়ায় আইনি সেবা পৌছে দিতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। আপনারা শুধু আমাদের তথ্য দিয়ে সাহায্য করুন। বরিশালে মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে।
আপনারা যাতে আইনি সেবা হাতের নাগালে পান সেজন্য বিট পুলিশিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ জন্য মেট্টোপলিটন এলাকার প্রতিটি বিট পুলিশিং কার্যালয়ে একজন এসআই, একজন এএসআই এবং দুইজন কনস্টেবল দেয়া হয়েছে। ভাটারখাল ৯নং বিট পুলিশিং কার্যালয়ে কোতয়ালী মডেল থানার এসআই মাহমুদুল মুনিমকে দায়িত্ব দেয়া হয়েছে।