সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
বরিশাল মহানগর রিস্কা, ভ্যান,ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ২২৯৭) কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এর পদ থেকে আকতার রহমান সপ্রুকে বহিস্কার করা হয়েছে।
গতকাল সদস্যদের মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতি ক্রমে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কার্যকলাপ এবং প্রতারনামূলক কার্যকালাপের জন্য ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকতার রহমান সপ্রুকে সংগঠনের সকল কার্যকলাপ থেকে বহিষ্কার করা হইল এবং তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হইল।
আরো উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দীন, মোঃ কালু সরদার, মোঃ কুদ্দুস মোল্লা, মোঃ ওবায়দুল হক, মোঃ নুর খলিফা, মোঃ নুর মোহাম্মাদ, মোঃ আলাউদ্দিন আলাল, মোঃগোলাম মোস্তফা, আঃ সালাম ব্যাপারীসহ প্রমুখ।
উল্লেখ যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক দায়িত্বে থাকা অবস্থায় আকতার রহমান সপ্রু অফিস থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নামাইয়া ফেলেন। এই ঘটনার প্রতিবাদ করলে তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে মিটিং এর কথা বলে কার্যকারী পরিষদের শ্রমিকদের ভুল বুঝিয়ে সাদা কাগজে সাক্ষর নিয়ে প্রতারনা করে সভাপতি কে অব্যহতির রেজুলেশন তৈরি করেন।
সংগঠনের শুরু থেকে এই পর্যন্ত আদায়কৃত কোন টাকা -পয়সার হিসাব তিনি দেন নাই। সদস্য চাদা ৫০ টাকার পরিবর্তে ৯০ টাকা করে আদায় করেন, যা সম্পুর্ন সংগঠনের মিয়ম বহির্ভূত। আদায়কৃত অর্থ ও সংগঠনের ডোনেশনের অর্থ তিনি আত্মসাৎ করেন টাকা – পয়সার হিসাব চাহিলে সদস্যদের সাথে দূর্ব্যবহার করেন। শ্রমিকলীগের কোন কর্মকাণ্ডে অংশ গ্রহন করিলে সদস্যদের গালিগালাজ করেন ওখারাপ ব্যবহারকরেন।