মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
বরিশালে বজ্রসহ বৃষ্টি হয়েছে। সকাল ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
অসহনীয় গরমের পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরজীবনে।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটে বজ্রসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভোর ৬টা পর্যন্ত ১ ঘণ্টা ৪০ মিনিটে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়। এর পরের তিন ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত তিন মিলিমিটার বৃষ্টিসহ মোট ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
ভোরে বজ্রবৃষ্টি চলাকালে ৫৪ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়।
বৃষ্টির কারণে নগরীর নিচু রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। তবে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি ফিরেছে জনজীবনে।
সোমবার (৩ আগস্ট) বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বৃষ্টির পর বেলা ১১টায় বরিশালের তাপমাত্রা দাঁড়ায় ২৭ ডিগ্রি সেলসিয়াস।