রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
করোনা মোকেলায় রোটারী ক্লাব অব বরিশাল রুপাতলীর সৌজন্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ১ টি হাইফ্লো ন্যাসাল ক্যানুলা মেশিন সরবরাহ করা হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন মুমূর্ষ রোগীদের সহায়তার কথা ভেবে বরিশালের রোটারী ক্লাব অব রুপাতলীর পক্ষ থেকে হাসপাতাল পরিচালক মোঃ বাকির হোসেনের হাতে ক্যানুলা মেশিনটি তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শিব শংকর বনিক, সাধারন সম্পাদক শিবু দাস, ভানু লাল দে, সৈয়দ হুমায়ন কবির লিংকু সহ অনেকে। হাসপাতালের পক্ষে ছিলেন অধ্যাপক ডাঃ জহুরুল হক মানিক, অধ্যাপক ডাঃ বিপ্লব কুমার দাস সহ অন্যরা।
এর আগে হাসপাতালটি ক্যানুলা মেশিন সরবরাহ করে অমৃত গ্রুপ, এমইপি ও সুন্দরবন গ্রুপ।