রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
শেখ রাসেল ফাউন্ডেশনের সৌজন্যে বরিশালে মাস্ক বিতরণ করা হয়েছে।
বরিশালের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে এন নাইনটি ফাইভ ও কে এন নাইনটি ফাইভ মাস্ক বিতরন করা হয়। মুক্ত চিন্তার সামাজিক সংগঠন ৭১’র চেতনার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন স্থানে এই মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরনকালে উপস্থিত ছিলেন ৭১’র চেতনা’র কেন্দ্রীয় সভাপতি বাহাউদ্দিন গোলাপ, কেন্দ্রীয় সিনিয়র সদস্য ও সাংবাদিক বাপ্পী মজুমদার প্রমূখ।
জানা গেছে, দুই দিনে মুক্তিযোদ্ধা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, সরকারী অন্ধ বিদ্যালয়ের শিক্ষার্থী, সেইভ হোমে আশ্রিত বৃদ্ধা ও মেয়েদের, শিশু পরিবার বালিকা দক্ষিন এর শিশুদের এবং নিন্ম আয়ের সাধারণ মানুয়ের মধ্যে ৮’শ মাস্ক বিতরন করা হয়।