রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
পাটকল বন্ধ না করে তা আধুনিকায়নের দাবীতে বরিশালে মানববন্ধন করেছে গনসংহতি আন্দোলন।
বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, যেখানে রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন দরকার সেখানে পাটকল বন্ধ করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাতিলের দাবী জানান তারা। এছাড়া খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক আন্দোলনের নেতা নুরুল ইসলাম ও ওলিয়ার রহমানকে সাদা পোশাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তিরও দাবী করা হয়।
পাশাপাশি নাগরিকদের বিনামূল্যে করোনা পরীক্ষা ও স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজ শাস্তির আওতায় আনার দাবী করা হয় মানববন্ধন থেকে।
গনসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য নবীন আহমেদ, সাকিবুল ইসলাম শাফিন, বাসদ (মার্কসবাদী) আহবায়ক সাইদুর রহমান, দুলাল মজুমদার প্রমূখ।