রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরিশালে শিশুদের জন্য শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয়ে শিশু দিবা যত্ন কেন্দ্রের ২৫ জন শিশুদের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।
শিশু খাদ্য বিতরণ করেন বরিশাল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক দিলারা খানম, প্রোগ্রাম অফিসার রওশন আরা বেগম প্রমূখ।
এসময় শিশু খাদ্য হিসেবে চাল, সুজি, চিনি, গুড়া দুধ, চিনাবাদাম, বিস্কুট, তেল, সেরেলাক বিতরণ করা হয়।