রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
বরিশালে থ্রি হুইলার মাহিন্দ্রা দুর্ঘটনায় হিজলা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিকদার (৫০) নিহত হয়েছে।
শাহজাহান উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, সোমবার সকাল ১০টায় হিজলা উপজেলা থেকে বরিশালে থ্রি হুইলার মাহিন্দ্রা যোগে আসার পথে মাহিন্দ্রাটি বরিশালের সাতমাইল এলাকায় বসে দুর্ঘটনাকবলিত হয়। এসময় গুরুত্বর আহতবস্থায় শাহজাহান সিকদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন করেন চিকিৎসক।
তবে পথিমধ্যে ফরিদপুরে বসে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।
এদিকে তার মৃত্যুতে নিজ এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে।