রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
বরিশালে করোনা আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা ৫ মিনিটে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত এস আই মীর ফারুক (৫১) বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি থানার বাউরিয়া গ্রামের বাসিন্দা।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, ৫ জুলাই এসআই মীর ফারুকের করোনা রিপোর্ট পজিটিভ আসলে ওইদিনই সে হাসপাতালে ভর্তি হয়।
অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।