শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ বেদীতে পুস্প স্তবক অর্পন, প্রভাত ফেরী, শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করছে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি। রবিবার বেলা এগারটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিটির সভাপতি কবির তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিটিরি সাধারন সম্পাদক জাহিদ রিপন, সদস্য প্রভাষক আসলাম শিকদার, অর্থ সম্পাদক উত্তম হাওরাদার, প্রচার সম্পাদক ফরাজী মো. ইমরান, কার্য নির্বাহী সদস্য রাসেল কবির মুরাদ, ফরিদ উদ্দিন বিপু, সদস্য সাইফুল ইসরাম রয়েল, মো. ফেরাকান শিকদার প্রমুখ। এ ছাড়া এ সময় ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
পরে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করেন দৈনিক কলমের কন্ঠের প্রতিনিধি মো. ফোরকান শিকাদর। এর আগে রাত ১২টা ০১ মিনিটে ইউনিটিরি সকল সদস্য উপস্থিত থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।