মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। সেদিক থেকে পিছিয়ে নেই বরিশালের অনলাইন নিউজ পোর্টল ক্রাইমসিন২৪।
ক্রাইমসিন২৪ নিউজ পোর্টালের ত্রান সহায়তার গল্পটা একটু ভিন্ন। এরা সবাই মধ্যবিত্ত পরিবারের, যাদের হিসেব কষে চলতে হয় প্রতিটি মুহুর্ত। কিন্তু “মানুষ মানুষের জন্য” এ কথাটি আবারো প্রমাণ করলেন তারা। যারা নিজেদের পকেট খরচের টাকায় এলাকার দুস্থ ও অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্য সহায়তা। সল্প আকারে হলেও বেশ কয়েকটা দিন এ সহায়তায় কাটাতে পারবেন বলে জানিয়েছেন গ্রহনকারীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধায় পলাশপুরের কর্মহীন, হতদরিদ্র, খেটে খাওয়া ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয় বিসিসি ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি সহ ক্রাইমসিন২৪ পরিবারের সদস্যবৃন্দ।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল-৩ কেজি, ডাল-১ কেজি, আলু-২ কেজি, পিয়াজ-১ কেজি, তেল-১/২ লিটার, লবন-১/২ কেজি, মরিচ গুড়া-১০০গ্রাম, বিস্কুট-২ প্যাকেট ও সাবান-১ টি
এসময় কাউন্সিলর কেফায়েত হোসেন রনি জানান,আমরা বিসিসি মেয়রের নির্দেশে ৭০০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছি এবং আমাদের কর্যক্রম অব্যাহত রয়েছে। আর ক্রাইমসিন২৪ কে আমি ধন্যবাদ জানাই এমন একটি মহোতি উদ্যেগ গ্রহন করার জন্য এবং ভবিষৎ এ ধরনের কার্যক্রমে আমি ক্রাইমসিন২৪ পরিবারের সাথে থাকতে চাই।
ক্রাইমসিন২৪ সম্পাদক রাশেদুল হাসান বাপ্পি বলেন, অসহয়, গরীব, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়নো আমাদের একান্ত কাম্য। সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দুর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। মানবিক দিক বিবেচনা করেই আমারা এই উদ্যোগ নিয়েছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ক্রাইমসিন২৪ এর প্রধান উপদেষ্টা তৌফিকুর রহমান বিপ্লব, উপদেষ্টা সদস্য আফরোজা নিরু, ডাঃ ফরিদ উদ্দিন, সম্পাদক রাশেদুল হাসান বাপ্পী, সহ-সম্পাদক খান মোঃ শাকিল, ব্যাবস্থাপনা সম্পাদক আনিছুর রহমান, যুগ্ন ব্যাবস্থাপনা সম্পাদক মো: মুন্না চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক আরিফুর রহমান সাইদুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মেহেদী হাসান, সহযোগী বার্তা সম্পাদক সাইফুল ইসলাম রানা,সাইফুল, আরমানসহ ক্রাইমসিন২৪ পরিবারের সদস্যবৃন্দ।