সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালী সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বরিশালে আন্দোলনরত ছাত্র জনতা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায়  অপসারণ পটুয়াখালীর মির্জাগঞ্জে সালমার প্রতারনার ফাদেঁ মাজারের হিসাব রক্ষক সোহাগ মল্লিক রিয়াজ হাওলাদারের পরিবারকে আর্থিক সহায়তা এবং দোয়া অনুষ্ঠান পটুয়াখালীতে ‘বাশিস’ জেলা সম্মেলন’র প্রস্তুতি সভা ঐতিহাসিক গণঅভূত্থানের ১’ম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের বিজয় মিছিল বাউফলে টাইফয়েড প্রতিরোধ টিকাদান ২০২৫ প্রস্তুতি সভা অনুষ্ঠিত আত্মগোপনকারী ও বাবার শত্রুর মধ্যেই লুকিয়ে রয়েছে স্কুলছাত্রী মরিয়ম হ/ত্যা/কারী কুয়াকাটা সৈকতে ভেসে এলো ট্রলারসহ নিখোঁজ ১ জেলের মরদেহ সভানেত্রী লিলি, সম্পাদিকা নার্গিস।। কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন ডাকাতিসহ একাধিক মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার কুয়াকাটায় নারী কৃষকদের দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার
পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় তিন বাড়ি লকডাউন

পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় তিন বাড়ি লকডাউন

Sharing is caring!

পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় পটুয়াখালীতে তিন বাড়ী লক ডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। ডিসি মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে রোববার দুপুরে সদর থানা পুলিশের সহায়তায় সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি লাল নিশান টানিয়ে ওই বাড়ী দুটি লক ডাউন ঘোষনা করেন। তবে ওই পরিবারের মাঝে খাবার সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন।

পটুয়াখালী সদরে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়-শনিবার পটুয়াখালী জেলা শহরের জেলা কারাগার এলাকায় মাতব্বর বাড়ী এলাকার জনৈক আব্দুর রশিদ নামে এক ৬৫ বছরের এক বৃদ্ধ ভাইরাল হেপাটাইটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বসতঘরে মারা যায়। এঘটনায় স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পরলে মৃত ব্যক্তির করোনা সংক্রম নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শনিবার রাতে আনুষ্ঠানিক ভাবে তার দাফন সম্পন্ন হয়। কিন্তু মৃত্যুর ঘটনার পর স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পরে। আতংকগ্রস্থ্যরা একাধিকবার পুলিশ প্রশাসনকে করোনা সংক্রান্ত বিধি কার্যকরের জোর দাবী জানায় বলে নিশ্চিত করেন সদর থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। স্থানীয়দের দাবী ও পরবর্তীতে করোনা সংক্রান্ত মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় নাসির মাতব্বর জানায়-নিহত ব্যক্তির বাড়ী ভোলার লালমোহনের সাতবাড়ীয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত কেরামত আলীর পুত্র।

একই দিনে সদর উপজেলার টাউন বহালগাছিয়া এলাকার মোহম্মদ জাকির হোসেন(৪৫) নামের এক ব্যক্তিকে অসুস্থ্য অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আইসোলেশনে রাখা হয়। ভর্তির পরপর ওই ব্যক্তি করোনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় মারা যায়। এ প্রসঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহম্মদ বাকিরের সঙ্গে কথা হলে তিনি জানায়-মৃত জাকির হোসেন শ্বাসকষ্টো, জ্বর ও সর্দি-কাশি নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিল। আইসোলেশনে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

প্রাথমিক ভাবে জাকির হোসেনের মৃত্যুর লক্ষন গুলো করোনা সংক্রান্ত মনে হচ্ছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। জাকির হোসেনর মৃত্যুর পর তার বাড়ী লকডাউন করেছে জেলা প্রশাসন। একই সাথে নিহত জাকিরের নিজ বাড়ী গলাচিপা উপজেলার বকুলবাড়ী এলাকার বাশবাড়িয়া চৌধুরী বাড়ীকে লকডাউন করা হয়। মূলত ঢাকা থেকে পটুয়াখালীর বহালগাছিয়া এলাকায় শ্বশুর বাড়ীতে বেড়াতে এসে তার মৃত্যু হয়।

এঘটনায় পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মোহম্মদ জাহাংগীর আলমকে একাধিকবার তার ব্যবহৃত ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান জানায়-দুইটি বাড়ীতে মৃত্যুর ঘটনার পর আতংক ছড়িয়ে পড়া এবং ঝুঁকি এড়াতে প্রাথমক ভাবে তিনটি বাড়ী লকডাউন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD